রাহুল গান্ধী গড়তে চলেছেন এক বিশ্ব রেকর্ড ।যা শুনলে আপনিও হেসে ফেটে পড়বেন।

২০১৩ সাল থেকে রাহুল গান্ধী সব নির্বাচনে হেরে যাওয়ার জন্য অনেক সমালোচনার সম্মুখীন হতে হয় এবং বার বার তিনি সংবাদের শিরোনামে এসেছেন।কিন্তু এবার রাহুল গান্ধী অন্যভাবে সংবাদে এসেছেন এবং তিনি এমনকিছু অর্জন করেছেন যা সম্ভবত কোনো রাজনৈতিক ব্যাক্তিত্ব অর্জন করেননি।আসলে বিশাল দেওয়ান নামের মধ্যপ্রদেশের এক ইঞ্জিনিয়ারিং পড়া  যুবক গিনিস বুকে রুহুল গান্ধীর নাম নথিভুক্ত করার জন্য আবেদন পাঠিয়েছেন।তাঁর কথা অনুযায়ী রাহুল গান্ধী ৫ বছরে ২৭ বার নির্বাচনে হেরেছেন যেটা গিনিস বুকে নাম নথিভুক্ত করার জন্য যথেষ্ট।দেওয়ান তার ইচ্ছে পূরণ করার জন্য গিনিস বুকার এডমিনিস্টারকে চিঠি লিখেছেন এবং একই সঙ্গে এনরোলেমেন্টের টাকাও পাঠিয়েছেন।কিন্তু এখনো পর্যন্ত গিনিস বুকের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি।অন্য দিকে নরেন্দ্র মোদী তার ভালো কাজের জন্য ইতিমধ্যেই নিজের নাম গিনিস বুকে তুলেছে যার জন্য ভলোরকম নিন্দার মুখে পড়তে হচ্ছে রাহুল গান্ধীকে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started