অমিত শাহের হিন্দুত্ব নিয়ে সংশয় প্রকাশ করলেন আসাদুদ্দিন ওয়াইসি!কিন্তু কেন?

ডেস্কঃ গুজরাট নির্বাচনের মুখে বিজেপিকে টার্গেট করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।উনার কথা অনুযায়ী বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে।এমনকি তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে টার্গেট করে বলেন, ‘উনি হিন্দু নন,কিন্তু নিজেকে হিন্দু বলে প্রচার করছেন।’ এই মন্তব্য করার নেটদুনিয়ায় বিজেপি ভক্তদের ক্ষোপের মুখে পড়তে হয় উনাকে। আসাদুদ্দিন ওয়াইসি নরেন্দ্রমোদিকেও আক্রমণ করে বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলেন ‘আমি হিন্দু’, সেটা ঠিক আছে। তবে তিনি যখন বলেন ‘আমি মুসলিম’, সেটা মোটেই ঠিক নয়।সম্প্রীতি সোমনাথ মন্দিরে গিয়ে রাহুল গান্ধীর নাম লিখাতে গিয়ে যে বিতর্ক তৈরী হয়েছিল,সেই প্রসঙ্গেই তিনি নিন্দা করেন বিজেপি।সোমনাথ মন্দিরে দর্শনার্থীদের জন্য হিন্দু ও অহিন্দুদের জন্য আলাদা দুটি খাতায় নাম রেজিস্টার করাতে হয়।রাহুল গান্ধী ও তার সহসঙ্গী আহমেদ প্যাটেল অহিন্দুতে নাম নথিভুক্ত করান।যার পর থেকে শুরু হয়ে যায় বিতর্ক।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started