নির্বাচনের আগে গুজরাটের মুখ্যমন্ত্রী নিলেন এক এমন সিধান্ত যা…

সঞ্জয় লীলা ভান্সালি নির্দেশিত চলচ্চিত্র পদ্মাবতী নিয়ে বিতর্ক ক্রমশ বেড়েই চলেছে, এই চলচ্চিত্র রাজপূত সমাজের মানুষকে অত্যন্ত তিক্ত করে তুলেছে।এই ছবির প্রতি আকৃষ্ট হচ্ছে এবং মানুষদের অনুভূতি বুঝতে পেরেছে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এই চলচ্চিত্রটি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন,গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বুধবার এক প্রেস কনফারেন্সে বলেছিলেন, রাজপূত সাম্রাজ্য এবং অন্যান্য সম্প্রদায়ের মুভির রিলিজের বিষয়ে তার উদ্বেগের কথা বলার অপেক্ষা রাখে না, গুজরাত সরকার সঞ্জয় লীলা ভান্সালির পরিচালিত চলচ্চিত্র পদ্মাবতী ব্যান্ড করার সিধান্ত তিনি নেন। তিনি বলেন যতক্ষণ এর কোনো সমাধান হয় ততদিন চলচ্চিত্রটি ব্যান্ড থাকবে গুজরাটে,
তিনি আরও বলেন, হিন্দু-মুসলমানের মধ্যে যে কোনও রকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষার দিক ভেবে পদ্মাবতী চলচ্চিত্রকে দেখানো হয়নি। এই প্রেস কনফারেন্সের পরে মুখ্যমন্ত্রী বিজয় রুপানি একটি টুইটও করেছেন।


এই টুইটটিতে তিনি লিখেছেন, “সরকারি রাজপুত সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার জন্য মুভিটি মুক্তির অনুমতি গুজরাট সরকার দেবেনা।আমরা বাকস্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু আমাদের মহান সংস্কৃতি নিয়ে কোনো অবমাননা আমি সহ্য করতে পারছি না “

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started