১০০ বছরে তলিয়ে যাবে এই শহরগুলি ! বলছে নাসা …


১০০ বছরে তলিয়ে যাবে এই শহরগুলি !









Big Breaking – টুইটার ব্যান্ড করলো পাকিস্তানী সেনার ভেরিফাইড একাউন্ট , কিন্তু কেন ? … পড়ুন চাঞ্চল্যকর তথ্য !!


ফের মিথ্যা ছবি কাণ্ড, ফের ভারত সম্পর্কে অপপ্রচার পাকিস্তানের তরফ থেকে। তার জেরে পাকিস্তান ডিফেন্স-এর টুইটার হ্যান্ডলটাই সাসপেন্ড করে দিল কর্তৃপক্ষ। দিল্লির জামা মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা এক তরুণীর ছবি নিজেদের টুইটার হ্যান্ডলে পোস্ট করেছিল পাকিস্তান ডিফেন্স। কিন্তু প্ল্যাকার্ডে আসলে যা লেখা ছিল, নিজেদের টুইটার হ্যান্ডলে পোস্ট করা ছবিটিতে কারচুপি করে সেই লেখা বদলে দিয়েছিল পাকিস্তান ডিফেন্স। কারসাজি ধরা পড়তেই প্রতিবাদের ঝড় ওঠে টুইটারে। এর পরেই সাসপেন্ড করা হয়েছে ‘ডিফেন্সপিকে’ নামের ওই টুইটার হ্যান্ডলটি।  দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কবলপ্রীত কউর নিজের একটি ছবি শনিবার শেয়ার করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছিল, তিনি দিল্লির জামা মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর হাতে একটি প্ল্যাকার্ড রয়েছে, তাতে লেখা, ‘‘আমি ভারতের নাগরিক এবং আমি আমাদের সংবিধানের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পক্ষে।’ভারতীয় পড়ুয়ার এই ছবিকেই হাতিয়ার করে পাকিস্তান ডিফেন্স। নিজেদের হ্যান্ডলে এই ছবি টুইট করে তারা। কিন্তু ফোটোশপের কারসাজিতে প্ল্যাকার্ডের বিষয়বস্তু বদলে দেয়। সেখানে লেখা হয়, ‘‘আমি একজন ভারতীয়, কিন্তু আমি ভারতকে ঘৃণা করি কারণ ভারত হল একটি ঔপনিবেশিক অস্তিত্ব যারা নাগা, কাশ্মীরি, মণিপুরি, হায়দরাবাদ, জুনাগড়, সিকিম, মিজোরাম, গোয়ার মতো জাতিগুলিকে দখল করেছে।’’








Leave a comment

Design a site like this with WordPress.com
Get started