কিছুদিন আগেই মুকুল রায়কে বিজেপিতে যোগদান করিয়ে রাজনৈতিক মহলে…

কিছুদিন আগেই মুকুল রায়কে বিজেপিতে যোগদান করিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দেয় রাজ্য বিজেপি কর্তৃপক্ষ।কিন্তু শুধু মুকুল যোগ করে থেমে থাকেনি বিজেপি কর্তৃপক্ষ।সূত্রে খবর এবার পালা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এক আত্মীয়ের।হ্যাঁ বিজেপি নেতৃত্ব এবার মুখ্যমন্ত্রীর খুব কাছের এক আত্মীয়কে দলে নিতে চলছে।তাঁর সাথে প্রাথমিক ভাবে আলোচনা করে ফেলেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।বিজেপির এক কেন্দ্রীয় নেতৃত্বের সাথে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট আত্মীয় দেখা করেছিলেন ময়দানের এক পরিচিতি ক্লাবের হাত ধরে।তবে এক্ষনি বিজেপিতে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রীর ওই আত্মীয় ,একটু সময় নিয়ে পা ফেলতে চান তিনি।তবে আপাতত মুকুল রায়এর সাথে তিনি যোগাযোগ রাখবেন বলে জানা গিয়েছে।অর্থাৎ এক কথায় মুখ্যমন্ত্রীর অন্দরমহলে থাবা বসাচ্ছে বঙ্গ বিজেপি।এখন শুধু দেখার কবে মুখ্যমন্ত্রীর আত্মীয় যোগ দিচ্ছেন বিজেপিতে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started