ডেস্ক: বলিউডে হট রোল করার জন্য খ্যাত বিদ্যা বালন সেনাদের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ আনেন।সম্প্রতি হিন্দি নিউসপেপার নব ভারত টাইমসের এক ইন্টারভিউতে বিদ্যা বলেন,যৌন শোষণ অনেক দিন ধরে চলে এসেছে কিন্তু আজ মানুষ এই বিষয় নিয়ে কথা বলছে এবং নিজেদের সাথে হওয়া যৌন শোষণ এর ঘটনাগুলি তুলে ধরছেন।এখন মেয়েরা নিজেদের আর একা মনে করে না।এখন মেয়েরা দোষীদের শাস্তির জন্য লড়াই করে।এই ইন্টারভিউ চলাকালীন যখন ওনাকে মিটু ক্যাম্পেইন এর ব্যাপারে মতমত জিজ্ঞাসা করা হয় তখন তিনি কথা প্রসঙ্গে আর্মির এক জওয়ানএর উপর গুরুতর অভিযোগ আনেন।তিনি বলেন যে আর্মির এক জওয়ান নাকি উনার বুকের দিকে তাকিয়ে ছিলেন এবং কিছক্ষন পর সেই জওয়ান নাকি উনাকে চোখ ইশারা করেন।তিনি বলেন ,কলেজের দিনগুলিতে আমি লোকাল ট্রেনে যাওয়া আসা করতাম তখন ওখান কেউ আমাকে চিমটি কাটতো কেউ বা পেছনে লাগতো।ওই সময়েই একদিন একজন আর্মি আমার বুকের দিকে তাকিয়ে ছিল এবং অনেকে চোখ ইশারা করেছিল।তিনি আরো বলেন,’আমি ওই আর্মিকে বলেছিলাম যে আপনি আমাদের দেশের জওয়ান,আমাদের রক্ষাকর্তা।এটাই কি আপনার দায়য়িত্ব?’ তখন ওই জোয়ান লজ্জা পেয়ে চোখ নিচে করেন।
আপনাদের জানিয়ে রাখি বিদ্যা বালন বলিউড ইন্ডাস্ট্রিতে তার বোল্ড রোলের জন্য খ্যাত।এই কারণে এই নিউজ ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে বলেছেন,যে বিদ্যা বালন জওয়ানের উপর মিথ্যা আরোপ করেছেন, এবং শুধু মাত্র নিউজের শিরোনামে আসার জন্য তিনি কাল্পনিক একটি গল্প বলেছেন।

