ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য-লস্করের জঙ্গি এসেছিলেন মোদীকে হত্যা করতে কিন্তু…

ডেস্ক: সম্প্রতি এক খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে হত্যা করার জন্য  পরিকল্পনাকারী লস্কর আতঙ্কবাদীকে শুক্রুবার গ্রেপ্তার করেছে মুরাদাবাদের পুলিশ।মুরাদাবাদের পুলিশ জাল নথি রাখার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।তাদের কাছ থেকে পাওয়া নথির মধ্যে জাল পাসপোর্টও মিলেছে।আপনাদের জানিয়ে রাখি অভিযুক্তদের এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল বেআইনি অস্ত্রশস্ত্র রাখার জন্য।কিন্তু বেল পেয়ে তারা এতদিন বাইরে ছিল।টাইমস অফ ইন্ডিয়াতে ছাপা খবর অনুযায়ী অভিযুক্ত ফারহান আহমেদ আলী বয়স ৪৮ বছর যিনি লস্কর-ই-তালিব এর সাথে যুক্ত।ওই বছর অর্থাৎ ২০১১ সালে ওই অভিযুক্ত কুয়েতে যাত্রা করেছিলেন কিন্তু আইন অনুযায়ী বেল পাওয়া অপরাধী দেশের বাইরে যেতে পারে না।স্পষ্টতই আলী আইন ভঙ্গ করেছিলেন।আলীর মতো আরেক লস্কর আতংকবাদিকে গ্রেপ্তার করা হয়েছিল দিল্লির নিজামুদ্দিন স্টেশন থেকে।যার কাছ থেকে অনেক অস্ত্রশস্ত্র,আরডিএক্স পাওয়া গেছিলো।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started